বাবা যখন SP South ছিলেন তখন উদয়পুরে যে বাংলো ছিল সেখানে অনেক ফল গাছ, সবজি আর ফুলের বাগান ছিল। নানা রঙের গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, গাঁদা আর কত কি !
একটা আম গাছ ছিল যেখানে একজন হোমগার্ড কাকু পিঁড়ি আর দড়ি দিয়ে আমাকে একটা দোলনা বানিয়ে দিয়েছিলেন। স্কুলের ছুটি পড়লে আমি দুপুরবেলাটা কাটাতাম একটা পেয়ারা গাছে চড়ে পেয়ারা খেয়ে আর দোলনা দুলে।
একটা ছোট হাওয়া ঘর বা gazebo জাতীয় জায়গা ছিল যেখানে কখনো কখনো অতিথি এলে চা খাওয়া হত। গরমের দিন আমরা খুব পুদিনার সরবত খেতাম। আর snowyর সঙ্গে দৌড়া দৌড়ি খেলতাম।সেই বাড়িতে অনেক ভূতের সিনেমাও আমরা দেখেছি।আজ হঠাৎ কেন জানি খুব মনে পড়ছে।
একটা আম গাছ ছিল যেখানে একজন হোমগার্ড কাকু পিঁড়ি আর দড়ি দিয়ে আমাকে একটা দোলনা বানিয়ে দিয়েছিলেন। স্কুলের ছুটি পড়লে আমি দুপুরবেলাটা কাটাতাম একটা পেয়ারা গাছে চড়ে পেয়ারা খেয়ে আর দোলনা দুলে।
একটা ছোট হাওয়া ঘর বা gazebo জাতীয় জায়গা ছিল যেখানে কখনো কখনো অতিথি এলে চা খাওয়া হত। গরমের দিন আমরা খুব পুদিনার সরবত খেতাম। আর snowyর সঙ্গে দৌড়া দৌড়ি খেলতাম।সেই বাড়িতে অনেক ভূতের সিনেমাও আমরা দেখেছি।আজ হঠাৎ কেন জানি খুব মনে পড়ছে।
No comments:
Post a Comment