Copyright

Protected by Copyscape Duplicate Content Software You will copy with risks to penalties and criminal procedures.

Tuesday, April 28, 2020

Betrayal

Last night, I dreamed of your betrayal again.
You smiled and kissed me
As you plunged a knife down my neck.
I saw myself die in your arms.
You laid my limp, bloody body on the dust,
Then kicked it to make sure I was done for good.
My tears woke me;
Brought me back
To a bleaker reality.

Why did you pretend to love me
When all you had in your heart was hatred?
How did you cover its putrid stench?
All the perfumes from Grasse
Could not have camouflaged it.
Maybe it was my love that blinded me.
When everyone asked me to be careful,
I threw my caution to the wind.
And embraced you anyway.

Now, I write poems about betrayal.
A sad, pathetic, needy, wannabe poet.
But no amount of self-loathing
Could have woken me up to this ugly truth-
We are all alone in our struggles,
There is no reason to think otherwise.
So, thank you my friend!
Your absence is a gift
I will treasure forever.


Tuesday, April 21, 2020

An exercise in vulnerability

Share your vulnerability. No games.

We feel so misunderstood so many times that we feel scared to share even a bit of ourselves with the world. Why don’t you write something on a piece of paper or in your diary and share it with me? In return, I will send something I have written. Could be a past entry.

No judgements. No comments. No editing grammar. Just two people being real with each other.

Send me a picture of your writing (this has to be handwritten) on messenger, WhatsApp or to thevariegatedsky@gmail.com. Looking forward to reading your entries. Thanks for playing along 😊

Sunday, April 19, 2020

Pagla Saheber Kobor by Shirshendu Mukhopadhyay



শীর্ষেন্দু মুখপাধ্যায়ের লেখা পাগলা সাহেবের কবর বইটি আমার কেন ভালো লেগেছিলো তার একটু আলোচনা 

Tuesday, April 14, 2020

শুভ নববর্ষ ১৪২৭

My father in law asked me to write something in Bengali and send it to him on the occasion of Bengali New Year

শুভ নববর্ষ
----------
আজ ভোরটা কত সুন্দর
মসীবর্ণ রাতের শেষে
আশার উদয় I

সবার মনে একই প্রার্থনা-
সবাই যেন সুস্থ থাকে
ভালো থাকে I

জগতের এমন মঙ্গল কামনা
মন থেকে শেষবার
কবে করেছিলাম আমরা?

বয়স যাই হক
আজ সত্যি আমাদের
জীবনের প্রথম নববর্ষ I

( Loosely translated:

What a beautiful dawn!
At the end of a coal-black night,
Hope rises again.

A prayer in every heart-
'Keep everyone safe
And healthy.'

When was the last time
We wished the world
So much good
With all our heart?

No matter our age
This is the first
(Bengali)New Year
For all of us.)


Monday, April 13, 2020

দেবী- হুমায়ূন আহমেদ/ Devi by Humayun Ahmed


"যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক । কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেকবেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না।”

Thursday, April 09, 2020

My first open mic on Zoom

Thanks McTate Stroman II for the invite to the Museum of the African Diaspora (MoAD) open mic, hosted by poet Nia McAllister.



I read 'A Kaleidoscope of Emotions' from my latest book.

And here are some of the reactions from the attendees:



Wednesday, April 08, 2020

The Golden Fortress by Satyajit Ray

Reading The Golden Fortress by Satyajit Ray in Bengali
সোনার কেল্লা - প্রথম অধ্যায়


Please, do not cheat. Test the inner detective in you and answer the following questions after you have heard the video only once:

1. What was the first Hindi song playing in the neighbor’s house?
2. What is the name of the past client that referred Feluda to his current client?
3. What is the name of the bookstore of his current client?
4. What is the address of the client?
5. Who was kidnapped mistaken for Mukul? How old is Mukul?
6. Which three places in Rajasthan were mentioned by Topsey?
7. Which astronomer stated that the planets move around the sun in an elliptical path?
8. Which two cases were missed by Topsey after the Gangtok case?

Friday, April 03, 2020

মায়া

সবে ডাক্তারি পাশ করে রায়পুরে সরকারি হাসপাতালে বদলি হয়ে এসেছি ।

গ্রামে তখন লর্ড সিনহাদের জমিদারি । ট্রেনে করে যখন প্রথম রায়পুর পৌছালাম, তখন সূর্যদেব কুয়াশার আড়ালে মুখ ঢেকে রেখেছে । কিছু ভোরের পাখি ছাড়া আর চারিদিকে কোন শব্দ নেই । স্টেশনেই জলখাবার সেরে রওনা হলাম হাসপাতালের উদ্দেশ্যে । ইচ্ছে ছিল জয়েন করে, হাসপাতালে দিনটা কাটিয়ে এরপর গিয়ে সরকারি আবাসে মাল সমেত একেবারে উঠব ।

দপ্তরী কাজ মিটিয়ে যখন কিছু রোগী দেখা হয়ে গেছে তখন জমিদারবাড়ির এক পেয়াদা এসে
খবর দিল যে আমার সান্ধ্যভোজনের আয়োজন আজ জমিদারবাড়িতে হয়েছে । আর জমিদার বাবু হুকুম করেছেন যেন আমাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয় । যখনকার কথা বলছি তখন টেলিফোনের ওত চল ছিল না কিন্তু মানুষের আতিথেয়তা ছিল অতুলনীয় । কাজেই, নবাগত আগন্তুককে নিমন্ত্রণ করে খাওয়ানো খুব একটা অসাধারণ কিছু ছিল না । সারাদিন পরিশ্রম করে আমার খিদেটাও বেশ চাড়া দিয়ে উঠেছিল তাই আমি বিনা বাক্য ব্যায়ে জমিদারের আজ্ঞাবাহীর সঙ্গে জমিদারবাড়ি উপলক্ষে রওনা দিলাম ।

রাস্তায় যা দৃশ্য দেখলাম তাতে মন প্রাণ জুড়িয়ে গেল । লক্ষী সরোবরে তখন শীতকালের কিছু পরিযায়ী
পাখি জটলা পাকিয়ে মেলা হইচই করছে । যেন পাখিদের অর্কেস্ট্রা প্র্যাকটিস ।স্ফটিকের মতো স্পষ্ট
জলে তখন সূর্য অস্তের নৈসর্গিক মুহূর্ত প্রতিবিম্বিত হচ্ছিল । সেটা দেখে আমার সারা দিনের ক্লান্তি কোথায় বাষ্প হয়ে উড়ে গেল ।