সম্প্রদান
বিবাহ অনুষ্ঠানে কন্যাকে সম্প্রদান করা ;
নিজের স্বত্ব বিসর্জন দিয়ে দান করা, নিজের মালিকানা দিয়ে দেওয়া।
আমাদের দেশে অনেক কুপ্রথার মধ্যে একটা হল বিবাহ অনুষ্ঠানে কোনো বিধবাকে অংশগ্রহণ করতে না দেওয়া। ছোঁয়া ছুঁয়ির ব্যাপার তো আছেই, সঙ্গে আছে কিছু মানুষের মধ্যে বদ্ধমূল ধারণা আছে যে কোন এয়োর কাজে শুধু আয়তিদের উপস্থিতিই আকাঙ্ক্ষিত এবং পতিহীনা নারীর উপস্থিতি অশুভ। এর কোনো যুক্তি আমি জানি না।
সমাজে কিছু লোককে এক ঘরে করার চক্রান্ত ছাড়া কি বলব? যারা পরিস্থিতির শিকার (victims of circumstances ) ওদের বারবার আরো হেনস্থা করার কি মানে? আর বৈধব্য যে ছোঁয়াচে রোগ সেটা কোন চিকিৎসা বিজ্ঞান গ্রন্থে লেখা আছে?
বিবাহ অনুষ্ঠানে কন্যাকে সম্প্রদান করা ;
নিজের স্বত্ব বিসর্জন দিয়ে দান করা, নিজের মালিকানা দিয়ে দেওয়া।
আমাদের দেশে অনেক কুপ্রথার মধ্যে একটা হল বিবাহ অনুষ্ঠানে কোনো বিধবাকে অংশগ্রহণ করতে না দেওয়া। ছোঁয়া ছুঁয়ির ব্যাপার তো আছেই, সঙ্গে আছে কিছু মানুষের মধ্যে বদ্ধমূল ধারণা আছে যে কোন এয়োর কাজে শুধু আয়তিদের উপস্থিতিই আকাঙ্ক্ষিত এবং পতিহীনা নারীর উপস্থিতি অশুভ। এর কোনো যুক্তি আমি জানি না।
সমাজে কিছু লোককে এক ঘরে করার চক্রান্ত ছাড়া কি বলব? যারা পরিস্থিতির শিকার (victims of circumstances ) ওদের বারবার আরো হেনস্থা করার কি মানে? আর বৈধব্য যে ছোঁয়াচে রোগ সেটা কোন চিকিৎসা বিজ্ঞান গ্রন্থে লেখা আছে?
হিন্দু বিবাহ অনুষ্ঠানের মধ্যে একটা অত্যন্ত আবেগপূর্ণ মুহূর্ত কণ্যাদান বা সম্প্রদান। প্রচলিতভাবে পিতা বা পিতৃস্থানীয় কেউ এই দায়িত্বটি পূরণ করে থাকেন। খুব কমই শোনা যায় যে কারোর মা কণ্যাদান করেছেন।
মানলাম রীতি। কিন্তু রীতি তখনি খাটে যখন আর বাঁকি পাঁচটা পরিস্থিতিও গতানুগতিক। যে কণ্যাসন্তানের পিতৃবিয়োগ হয়েছে ছয় বছর বয়েসে, যার মা তাকে একা হাতে মানুষ করেছে, যার কাকা মামারা অনুপস্থিত বা তার লালনপালনে নির্লিপ্ত, তাদের হঠাৎ একটা সামাজিক অনুষ্ঠানে এত অধিকার কি করে চলে আসে যে তার মালিকানা বিনিময় করবে ? সন্তান বুঝি গরু ছাগল? আজ এর, কাল ওর। আর মেয়ের মনের কথা জিজ্ঞাসা কয়জন শোনে বা জিজ্ঞাসা করে ?
শুনে খুশি হলাম যে সম্প্রতি আমার পিসি এক বৈবাহিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যেখানে কণ্যাদান করেছে মেয়েটির মা। তাতে কার কি মনোভাব হয়েছে জানি না, কিন্তু আমি ভেবে শান্তি পেয়েছি যে বিয়ের দিনটা মেয়েটার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ন; তার ইচ্ছেপূরণ করতে যদি তার বিধবা মা একটা নিয়ম নিষ্টা নিয়ে পূরণ করেন তাহলে তার চেয়ে শুভ কি হতে পারে?
No comments:
Post a Comment