আজকাল জুনোর সন্ধ্যে হলেই কান্নাকাটি শুরু হয়ে যায় I খাবার দিলেও খায় না I বক্তব্য একটাই - ‘দরজা খুলে দাও , আমি বাইরে যাবো ! ‘ টয়লেট এর ব্যবস্থা অন্য জায়গায় আছে, তার জন্যে নিচতলায় যেতে হয় না I তাহলে? তাহলে আর কি - উপযুক্ত মেয়েদের অনেক সময় একটা বয়সে মাথা নষ্ট হয়ে যায় I পড়াশুনা, খাওয়া দাওয়া কিছুই তখন ভালো লাগে না I আমরাও সেই বয়স কাটিয়ে এসেছি কিনা I 😝
আমি বাবাকে বললাম পত্রিকায় বিজ্ঞাপন দিতে যে মেয়ের জন্যে পাত্র চাই I বাবাকে জিজ্ঞেস করলাম - কি ডিমান্ড তোমাদের? পাত্রের মধ্যে কি কি গুণ থাকা চাই ? বাবা বললেন - চাকরি বাকরি করতে হবে না, ঘরের কাজ ও জানতে হবে না, মেয়েকে মাছ এনেও খাওয়াতে হবে না - শুধু আমাদের জুনোকে একটু সঙ্গ দেবে I এরপর পালিয়ে গেলেও আপত্তি নেই I
শুধু একটাই সমস্যা - বিজ্ঞাপন দেখে না অনেকে মনে করেন ,'এই রে ! অমিতাভ দার মাথাডা এক্কেবারে গেসে !'
We are going to do the responsible thing and get her neutered soon
আমি বাবাকে বললাম পত্রিকায় বিজ্ঞাপন দিতে যে মেয়ের জন্যে পাত্র চাই I বাবাকে জিজ্ঞেস করলাম - কি ডিমান্ড তোমাদের? পাত্রের মধ্যে কি কি গুণ থাকা চাই ? বাবা বললেন - চাকরি বাকরি করতে হবে না, ঘরের কাজ ও জানতে হবে না, মেয়েকে মাছ এনেও খাওয়াতে হবে না - শুধু আমাদের জুনোকে একটু সঙ্গ দেবে I এরপর পালিয়ে গেলেও আপত্তি নেই I
শুধু একটাই সমস্যা - বিজ্ঞাপন দেখে না অনেকে মনে করেন ,'এই রে ! অমিতাভ দার মাথাডা এক্কেবারে গেসে !'
We are going to do the responsible thing and get her neutered soon
ছবিতে : বন্ধুহীনা জুনো মন খারাপ করে সিঁড়ি তে
No comments:
Post a Comment