আমার সকল কৃতিত্বের পর একরাশ দীর্ঘশ্বাস হানা দেয় বারে বারে । নিজেকে বোঝাই শুধু -একা থাকাটা কি অন্যায় ? একজন সফল নারী কেন পারবে না একজন সফল পুরুষের মতো মাথা উঁচু করে দাঁড়াতে? কেন কানাঘুষো, ফিসফাস ? দেহের রন্ধ্রে রন্ধ্রে সেই ফিসফিস নাগপাশের মত পেচিয়ে ধরে । প্রাণ বুঝি এই যায়, সেই যায়।
এতদিন তোমাদের মনোরঞ্জন করেছি আমার গান শুনিয়ে । সেই ললিতকলার মান রাখ অন্তত । কেন অনুষ্ঠানের শেষে চোখের লালসায় একে একে আমার ব্লাউজের বোতাম খুলে দিতে চাও ? আশীর্বাদ করার ভান করে আমার পিঠে হাত বুলিয়ে ব্রায়ের স্ট্র্যাপ অনুভব করার চেষ্টা করো? কি করে সাহস হয় তোমাদের ? আমি বিবাহিত না বলে?
আমার শুভ পরিণয় হয়ে গিয়েছিল আমার ষোল বছর বয়সে । মনে মনে তাঁকে আমার স্বামী স্বীকার করেছিলাম । তিনি আজ নেই । শুধু তাঁর দেওয়া সুর রয়ে গেছে ।
তোমাদের মত অসম্পন্ন পুরুষ যখন আমাকে লিপ্সার চোখে দেখে তখন আমার ঘেন্না হয় ।এই নারী জীবনের প্রতি বিতৃষ্ণা হয়।
ভালো লাগে একটা নিষ্পাপ জিনিসকে এভাবে নষ্ট করে দিতে ? কি শাস্তি দেব তোমাদের - নীরবতা ছাড়া ?
এতদিন তোমাদের মনোরঞ্জন করেছি আমার গান শুনিয়ে । সেই ললিতকলার মান রাখ অন্তত । কেন অনুষ্ঠানের শেষে চোখের লালসায় একে একে আমার ব্লাউজের বোতাম খুলে দিতে চাও ? আশীর্বাদ করার ভান করে আমার পিঠে হাত বুলিয়ে ব্রায়ের স্ট্র্যাপ অনুভব করার চেষ্টা করো? কি করে সাহস হয় তোমাদের ? আমি বিবাহিত না বলে?
আমার শুভ পরিণয় হয়ে গিয়েছিল আমার ষোল বছর বয়সে । মনে মনে তাঁকে আমার স্বামী স্বীকার করেছিলাম । তিনি আজ নেই । শুধু তাঁর দেওয়া সুর রয়ে গেছে ।
তোমাদের মত অসম্পন্ন পুরুষ যখন আমাকে লিপ্সার চোখে দেখে তখন আমার ঘেন্না হয় ।এই নারী জীবনের প্রতি বিতৃষ্ণা হয়।
ভালো লাগে একটা নিষ্পাপ জিনিসকে এভাবে নষ্ট করে দিতে ? কি শাস্তি দেব তোমাদের - নীরবতা ছাড়া ?
No comments:
Post a Comment