Copyright

Protected by Copyscape Duplicate Content Software You will copy with risks to penalties and criminal procedures.

Tuesday, December 05, 2017

Nostalgia #1

বাবা যখন SP South ছিলেন তখন উদয়পুরে যে বাংলো ছিল সেখানে অনেক ফল গাছ, সবজি আর ফুলের বাগান ছিল। নানা রঙের গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, গাঁদা আর কত কি !

একটা আম গাছ ছিল যেখানে একজন হোমগার্ড কাকু পিঁড়ি আর দড়ি দিয়ে আমাকে একটা দোলনা বানিয়ে দিয়েছিলেন। স্কুলের ছুটি পড়লে আমি দুপুরবেলাটা কাটাতাম একটা পেয়ারা গাছে চড়ে পেয়ারা খেয়ে আর দোলনা দুলে।

একটা ছোট হাওয়া ঘর বা gazebo জাতীয় জায়গা ছিল যেখানে কখনো কখনো অতিথি এলে চা খাওয়া হত। গরমের দিন আমরা খুব পুদিনার সরবত খেতাম। আর snowyর সঙ্গে দৌড়া দৌড়ি খেলতাম।সেই বাড়িতে অনেক ভূতের সিনেমাও আমরা দেখেছি।আজ হঠাৎ কেন জানি খুব মনে পড়ছে।

Saturday, December 02, 2017

Open Mic at Caffe Frascati: My Cat is Drunk



I have been very fortunate to find a place that feels like home. Other than the best cappuccino in town, Caffe Frascati is where I first spoke my written words out loud.
It will always be very special, very close to my heart.

Wednesday, November 22, 2017

The Boy with an Atlas


At Barnes and Noble, Eastridge Mall
Open Mic hosted by Lorenz Mazon Dumuk 

I had planned to read something else last evening. But yesterday morning, I received the devastating news of the sudden demise of a classmate. I was in denial through the day but when I finally began to accept the inevitable, I felt that I should celebrate his uniqueness.

Grief is a very personal thing, but the news has affected each and every one of our classmates in some measure. We are together in this.

Tuesday, November 14, 2017

Gates of Heaven

My flight had just landed in Heaven. I don’t remember taking the flight, but I remember arriving at a jet bridge and walking through clouds to reach the immigration. We scanned our IDs at the kiosks while angels guided us through the process and into the inspection area. There were queues for different categories: natural deaths, suicides, and accidents. I deemed mine an accidental death because the last thing I remember was driving down a cliff and into the sea.

I expected ‘natural deaths’ to be more crowded, but there had been a mass shooting. victims shared their ordeal while we waited. The woman in front of me stood with her two kids who had gone to church with her on a Sunday. An elderly couple had recently celebrated their 45th wedding anniversary and were expecting their first great-grandchild. A fourteen-year-old girl was with her dog. The canine waited patiently by her side. Together, in life and death.

When it was my turn, an angel sitting behind a glass barrier shouted, ‘Next!’ I walked up to him with my documents while he asked me for fingerprints and eye scan. He said very solemnly, ’Our system shows that yours was a natural death. Please proceed to secondary inspection.’

I was confounded for a moment but did as told. At secondary, a couple of bored looking angels processed application forms at snail pace. One angel teased his colleague, ‘You know who takes long breaks when it is peak time? You. That’s who!”

The accused bantered back. ‘Yeah, but I process faster than the three of you put together. And I get you coffee.’ Somehow, that seemed to settle the discussion. An elderly, evidently popular angel walked past me to the front. Everyone shouted, ’Hey Paul’ ‘How’s it going Paul?’ 'You don’t visit us anymore Paul!' ‘Paul, help us with these new applicants!'

Paul remarked,’ I am old now. It is up to the new blood like you to take care of the fresh ones.’

I realized that we were always referred to as ‘fresh’ in angel lingo like we were just stacks of meat walking around. Heaven might be awesome, but it is a rude place.

Another angel with a swag walked in and moaned,’ It smells raw in here!’

Someone mouthed, ’Train Wreck.’

I waited until someone called my name. She looked at my documents and said, ’Your papers are in order, but you have assigned an incorrect cause of death. You didn’t die of drowning or from a car wreck. Your heart stopped before your car made an impact with the water.’

I don’t know if that new information had any value. I was in Heaven, irrespective of how I had died. Now, if I got free lattes on Thursdays, it would make sense. But no.

I had a feeling that Heaven was not all that it was touted to be. It was like one of those tourist destinations you saw on billboard ads. You got all excited, planned your trip for days, booked your tickets and after a miserable flight, landed in a city expecting the time of your life. But you ended up in a shady looking resort with lame organized activities and an all-you-can-eat buffet that you grew tired of after the first meal.

She asked if I had any preferences for customizing my experience of Heaven. I said, ’Lot of reading material and puppies.’

She stamped my documents and handed them to me as she said, ’Welcome to Heaven!’

I strolled towards the pearly gates, eager to see what lay beyond.

Sunday, November 05, 2017

কালু

জেঠিমা মারা যাবার পর জেঠামশাই ভীষণ মুষড়ে পড়েছিলেন জেঠুর ছেলে পুলে নেই  ভাই বোনদের বিয়ে দিয়ে যখন নিজে বিয়ে করলেন তখন বিয়ের বয়েস কবেই পেরিয়ে গেছেসন্তান সন্ততি বলতে চার ভাইএর একান্নবর্তী পরিবারের ছেলে মেয়েরাজেঠুর কাছে বায়না করলেই পাওয়া যায় বলে জেঠুকে সবাই ভালোবাসত।  জেঠিমা খুব চুপ চাপ ছিলেনঅসুখ হয়ে মারা যাবার পর জেঠুর জন্যে মন খারাপ হল সবারইভালোবাসা কখনো করুণা স্রোতে বাড়ে কিনা

জেঠু উত্তর ঘরে একা শোন বলে বাড়ির মালিকে বলা হল রাতে উত্তরের দালানে শুতে জেঠুর শোবার ঘর দোতালায় নিচে ঘরে ডাক্তারের চেম্বার খুব অল্প বয়েসেই হোমিওপ্যাথির ডাক্তারি করে নাম করেছিলেন কিন্তু স্ত্রী বিগত হয়েছেন অবধি চেম্বারে তালা পুরোনো রোগী কেউ এলে টা ওটার পুরিয়া বানিয়ে দেন কিন্তু আগের মত সেই উৎসাহ কিছুতেই নেই 

খাওয়া দাওয়া খুব কমে গেছে  ক্রমেই তিনি রোগা ভোগা দেখতে হয়ে গেলেন গলার স্বরও যেন কেমন বদলে যেতে লাগল  রাতারাতি বুড়িয়ে যাওয়া মানুষকে দেখে যেমন আঁতকে ওঠে লোকে, পুরোনো পরিচিতরা জেঠুকে দেখে সেই প্রতিক্রিয়াই করতেন  অনেকেই নিজেই ডাক্তারি করে বলতেন- ক্যালি ফোস বা গেলসেমিয়াম খান না কটা !

জেঠু হেসে বলতেন আর আমার জীবনের ক্যালি ফোসই তো ফুস করে পালিয়ে গেল, এখন আর ওষুধ খেয়ে কি হবে ?

আমরা ভাই বোনরা মিলে ঠিক করলাম যে জেঠুর নিঃসঙ্গতা কাটানোর জন্যে একটা কুকুর এনে দেব পাড়ার ভুলোদে বাড়ির কুকুরটা তিনটে ছানা দিয়েছে  সেগুলো একটু বড় হলেই একটা নিয়ে আসা হবে ঠিক হল

যে কথা, সেই কাজ কুকুর ছানাটা কুঁচকুঁচে কালো বলে তার নাম রাখা হল কালু  প্রথম কালুকে নিয়ে গিয়ে জেঠুর পায়ের কাছে রাখা হল জেঠু দোতালার ইজিচেয়ারে বসে পত্রিকা পড়ছিলেন  বিকেলে চা খেতে খেতে পত্রিকা পড়ার অভ্যাসটা তখনো ছিল কালু জেঠুকে দেখে আহ্বলাদে আধখানা মনের আনন্দে লেজ নাড়তে নাড়তে  এক পা তুলে হিসি করে দিল সেই দেখে জেঠু বলে উঠলেন - ওরে, ব্যাটার পেটে লিক আছে !

সেই নিয়ে আমরা খুব হাসা হাসি করলাম

কালু আসাতে ভালোই হল  বিকেলে স্কুল থেকে এসে ফুটবল খেললে সেও পায়ে পায়ে হেঁটে অনেক চেষ্টা করত গোল দিতে  ক্রিকেট খেললে বল কুঁড়িয়ে আনত বাগান থেকে  অনেক সময় হিংসুটিপনাও করত  মুখ থেকে বল দিতে চাইত না অনেক কাকুতি মিনতি করে গায়ে মাথায় হাত বুলিয়ে তোষামোদ করলে তবেই সে বল দিতরাত হলে খাবার খেয়ে কালু দোতালার বারান্দায় শুয়ে পাহারা দিত মালির সঙ্গেও তার বেশ ভাব হয়ে গিয়েছিলএই রকম করেই আমাদের দিন কাঁটছিল

চেম্বার বন্ধ থাকার দরুণ ঝাড় পোঁছ আগের মতো হত না  ঝি মাঝে মাঝে গিয়ে দরজা জানলা খুলে ঝুল কালি পরিষ্কার করত  একবার হল কি, আমার চার বছরের খুড়তুতো বোন উঠোনের ধারে খেলছিল  ওষুধ পত্র থাকত বলে আমরা কেউই চেম্বারে বিশেষ যেতাম না  তাই ভেতরটা দেখার কৌতূহলও খুব থাকত খুকির বোধ হয় তাই সেই বয়েসে মানা করার কারণ বোঝানোও শক্ত  সে করল কি -ঝি পোঁছা দিয়ে এক বালতি কাদা জল ফেলতে কলপার গেল নতুন জল আনবে বলে আর খুকি গুটি গুটি পায়ে চেম্বারে ঢুকে পড়

তাই দেখে কালুর কি চেঁচামেচি ! সে ছুটে গিয়ে চেম্বারে কাকে খুব বকতে লাগলো  হাঙ্গামা শুনে আমরা খেলা ছেড়ে উত্তর দালানের দিকে দৌঁড়ে গেলাম গিয়ে দেখি খুকি দুয়ারে বসে কাঁদছে  আর কালু ভীম বিক্রমে এক কালো কেউটের সঙ্গে ঝগড়া করছে আর খুব বকছে।  চেম্বার অনেক দিন বন্ধ থাকায় ইনি এসে আস্তানা গেড়েছেন। কেউটে ফণা তুলে কালুকে এই কামড়ায় কি সেই কামড়ায়।  দু তিন বার ছোবল মারার ব্যর্থ চেষ্টাও করল। কিন্তু কালু আমাদের ব্ল্যাক কমান্ডো। তাকে নাগাল পাওয়া ভার। অনেক পুরোনো বাড়িতে বাস্তুসাপ থাকে ঠিকই কিন্তু এখানে তো মানুষের বাস আছে বিষাক্ত সাপ থাকলে সর্বনাশ!

সঙ্গে সঙ্গে লাঠি সোঠা এনে সেই সাপ তাড়ানো হল  বাড়ির পশ্চিম দিকে একটা পুকুর ছিল সেই দিকে সাপটা পালাল। বাড়ির চারদিকে কার্বলিক অ্যাসিড দেওয়া হল। আর সবাইকে সাবধান করা হল চোখ কান খোলা রাখতে।  কিছু দিন আমরা রাতে টয়লেট যেতে সঙ্গে টর্চবাতি, লাঠি আর মালিকে ডেকে নিয়ে গেলাম । 

কালুকে সাপে কেটেছে কিনা দেখে জেঠু ওর মাথায় হাত বুলাতে বুলাতে সস্নেহে বললেন - আজ থেকে তোর নাম বীর বাহাদুর কালু সর্দার

কালু বলল - উফ!

এই ঘটনার পর একটা জিনিস হল - ভারতবৰ্ষে সাপের কামড়ে যে প্রতি বছর ৪৬,০০০ এরও বেশি লোক মারা যায় সেটা জানতে পেরে জেঠু উঠে পরে লাগলেন এন্টি-ভেনম কিনে এনে গ্রামে গঞ্জের হাসপাতালে বিতরণ করতে  অনেক দিন পর তিনি যেন জীবনে নতুন উদ্দেশ্য খুঁজে পেলেন