Copyright

Protected by Copyscape Duplicate Content Software You will copy with risks to penalties and criminal procedures.

Saturday, March 02, 2024

অনুগল্প: ব্যাধ ও তিন পাখি

এক ডালেতে তিন পাখি থাকে- দোয়েল,কোয়েল, আর ওয়েল ।  তারা  কিচিরমিচির করে গান গায়,  একসঙ্গে চারা খায়। কিন্তু প্রত্যেকেই মনে মনে ভাবে  যে অপর দুজনকে যদি  ধাক্কা মেরে ফেলে দিতে পারতাম, তাহলে সবাই শুধু আমার গানটাই শুনত ! আর আমি আরো আরো প্রশংসা পেতাম  !

সেই ভেবে ওরা পরিকল্পনা করতে থাকে কি করে  অপরকে ডাল থেকে ফেলে দেওয়া যায় ।  

সেই জঙ্গলে এক অত্যন্ত অভিজ্ঞ ব্যাধ থাকে।  সে জানে যে পাখিগুলোর প্রকৃতি এরকম । নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করেই দিন কাটায় । তাই সে সুযোগের অপেক্ষায় জাল নিয়ে বসে থাকে । একদিন এমনি ঝগড়াঝাটি মারামারি করতে করতে যখন পাখিগুলো বেসামাল হয়ে  ডাল থেকে পড়ে যায়,  তখন তারা আবার উড়ে যাওয়ার আগেই ব্যাধ তাদের নিজের জালে ধরে ফেলে।

জালে ধরা পড়ে তিন পাখি খুব কিচিরমিচির চেঁচামেচি করে ।  কিন্তু কোন লাভ হয় না । 

ব্যাধ তার বউকে নিয়ে পাখিগুলো দেয় । আর ব্যাধের বউ সেগুলো রান্না করে তার সঙ্গে খুব আনন্দ করে খায়।  পাখিগুলো ব্যাধের পেটে গিয়ে ভাবে – “ইস যদি একটু মিলেমিশে থাকতে পারতাম!”


No comments: