বৃষ্টির জলে চোখের জল মিশে যাচ্ছে। কান্নাটা কিন্তু আনন্দের।
*
চিৎকার করে কেঁদে নি একা ঘরে। কেউ শোনার নেই, কেউ শুনতেও চায় না।
*
মেয়েটির হাতে আজ ৫ টাকার বেলুন। একদিন ৫ লাখের হীরেও এই আনন্দ দেবে না।
*
আজ ঠাকুরদা চলে গেলেন। সব চেয়ে বেশি ভাঙ্গতে দেখলাম ঠাকুমাকে। ৬২ বছরের সঙ্গীকে বিদায় দিতে গিয়ে।
*
তোমার বাড়ির সামনে দিয়ে গেলে আজও চোখ চলে যায় সেই দিকে। অপমান ভুলে গেছি, শুধু ভালোবাসাটাই মনে আছে।
*
চিৎকার করে কেঁদে নি একা ঘরে। কেউ শোনার নেই, কেউ শুনতেও চায় না।
*
মেয়েটির হাতে আজ ৫ টাকার বেলুন। একদিন ৫ লাখের হীরেও এই আনন্দ দেবে না।
*
আজ ঠাকুরদা চলে গেলেন। সব চেয়ে বেশি ভাঙ্গতে দেখলাম ঠাকুমাকে। ৬২ বছরের সঙ্গীকে বিদায় দিতে গিয়ে।
*
তোমার বাড়ির সামনে দিয়ে গেলে আজও চোখ চলে যায় সেই দিকে। অপমান ভুলে গেছি, শুধু ভালোবাসাটাই মনে আছে।
*
তোমার স্নেহের পরশের হাত আজও মুঠি বন্ধ। যাকে দেবে বলে বাঁচিয়ে রেখেছ সে নিশ্চয় আমার চেয়ে অনেক অনেক ভালো।
তোমার স্নেহের পরশের হাত আজও মুঠি বন্ধ। যাকে দেবে বলে বাঁচিয়ে রেখেছ সে নিশ্চয় আমার চেয়ে অনেক অনেক ভালো।
*
হিসেবে ভুল ছিল- অঙ্কে বরাবরই কাঁচা। তাই যা হিসেব করেছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি ।
হিসেবে ভুল ছিল- অঙ্কে বরাবরই কাঁচা। তাই যা হিসেব করেছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি ।