This a tribute to the countless adventure stories I read as a kid. My apologies in advance to those who can't read Bengali, but I felt the need to write it in my mother tongue first. I might translate it upon completion.
ডাক নাম রশ্মি । বয়স পনেরো কি ষোলো । সবে ICSE দিয়ে গ্রীষ্মের ছুটি কাটাতে কিছু দিন মামা বাড়ি যাবে বলে ঠিক হয়েছে , তাই মনে খুব আনন্দ । মামার বাড়ি মানেই আম গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ । দুপুর বেলা পাখির ডাক শুনতে শুনতে গাছে ঝুলে ঝুলে ফল পেড়ে খাওয়া - কেও মানা করবে না ।
মা ও তখন পড়ার জন্যে জোর করেন না । আর আসে পাশে সমবয়েসী অনেক প্রতিবেশী আছে, আর আছে মাম - রশ্মির প্রিয় বান্ধবী । শুভদা, সোনাদাদা - এরাও আছে যারা স্কুল মাঠে ক্রিকেট খেলে; আর মা আম কুচি বানিয়ে দিলে সব হর হর করে চলে আসে । সেই মামার বাড়িতেই যে এত কান্ড হবে সে কে জানত ?
পরীক্ষা শেষ হলো পর ঠিক হলো যে মা আর রশ্মি আগে চলে যাবে, বাবা কিছু দিন বাড়ি থেকে অফিস করে এরপর ওদের ফেরার সময় হলে গিয়ে এক দিন নিয়ে আসবেন ।