দূর্গা পূজার সময় স্কুলের ছুটি থাকত, তখন প্রচুর গল্পের বই পড়ার সুযোগ পেতাম । কিন্তু একটা বিশেষ বইয়ের জন্যে সারা বছর অপেক্ষায় থাকতাম কখন হাতে পাবো - পূজাবার্ষিকী আনন্দমেলা ।
পরীক্ষা চলাকালীন যদিও বা পূজাবার্ষিকী বাড়িতে চলে আসতো, আমি সেটা পড়ার টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে রাখতাম । রোজ একবার করে ড্রয়ার খুলে দেখতাম আর মনকে সান্তনা দিতাম যে পরীক্ষাটা ভাল করে দিয়ে নি এরপর উপভোগ করে পড়ব । শুধু পড়া? শুয়ে, কাত হয়ে, চিৎ হয়ে, উপুর হয়ে, কাঁথা মুড়ি দিয়ে, দাঁড়িয়ে, চলতে চলতে, খেতে খেতে - কত ভাবে যে পড়তাম তার হিসেবে নেই । অল্প বয়েসে চশমাটা বোধ হয় তাই লেগেছে । 😄
তখন লেখকের গল্প বলার কৌশলে হারিয়ে যেতাম সুন্দরবনের জঙ্গলে বা লন্ডন শহরের ভীড়ে কিংবা আফ্রিকার কোনো দুর্গম উপত্যকায় । গল্পগুলো আর মনে নেই । মনে আছে শুধু অনুভূতিগুলো আর কৈশোরের সেই মধুর স্মৃতি ।
আমরা কি সবাই মিলে সেই ভালো লাগাটা আবার ফিরিয়ে আনতে পারি না ?
এর আগেও একটি crowd-sourced বই বের করেছিলাম Valentine’s theme এ “Love Notes” বলে । এইবার পূজো উপলক্ষেও একটা বের করতে চাই । তাই বন্ধুদের আবার পাশে চাই । বাংলায় লেখা কবিতা, গল্প, রেসিপি, ভ্রমণ কাহিনী, হাতে আঁকা ছবি বা ফটোগ্রাফ- সব চলবে ।একটাই অনুরোধ - নিজেরা ভালো করে প্রুফরিড করে এরপর পাঠাবেন তাতে আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে ।
ধন্যবাদ !
( You may share this post with anyone interested in contributing. Deadline: Sept 30, 2023)
No comments:
Post a Comment